হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন বাজারে কৃষকদের নিকট বীজ ধান অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা কৃষি বিভাগ। কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বীজ বিক্রির অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার (১৭ জুলাই) কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলামের নেতৃত্বে লাখাই বাজার ও বুল্লা বাজারে অভিযান চালানো হয়।
অভিযানকালে বুল্লা বাজারে বিডিসির ডিলার মোশাহিদ ইসলাম বাবুলের দোকানে ব্রি-২২ জাতের বীজ লুকিয়ে রাখার প্রমাণ মেলে। প্রথমে তিনি দোকানে কোনো বীজ নেই বলে দাবি করলেও ঘর তল্লাশি চালিয়ে ৩০ বস্তা বীজ পাওয়া যায়। এতে কৃষি কর্মকর্তা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।
কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলাম বলেন,
“বীজ বস্তায় নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। প্রতি বিক্রির ক্ষেত্রে কৃষকের মোবাইল নম্বর ও মেমো সংরক্ষণ বাধ্যতামূলক।”
তিনি আরও জানান,
“প্রথমবারের মতো সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সুনাই এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে বাজারে বীজ সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এবার সরাসরি অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
উল্লেখ্য, কৃষি বিভাগ জানিয়েছে—এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।