হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে ধান চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজের অধ্যক্ষ রফিক আলী গভর্নিং কমিটির অনুমোদন ছাড়াই মাঠটি লিজ দিয়েছেন এবং প্রাপ্ত অর্থ শিক্ষক-কর্মচারীরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।
স্থানীয়রা জানান, মাঠটি চাষ করায় শিক্ষার্থীদের খেলাধুলা বিঘ্নিত হবে এবং কলেজের সৌন্দর্য নষ্ট হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে ইতিমধ্যেই হাল চাষ সম্পন্ন হয়েছে। এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, লিজ বাবদ ৪১ হাজার টাকা পাওয়া হলেও প্রায় ৩০ হাজার টাকা ভাগ করে নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ রফিক আলী বলেন, “গভর্নিং কমিটির সিদ্ধান্তেই লিজ দেওয়া হয়েছে।” তবে, তিনি কাকে লিজ দেওয়া হয়েছে তা জানাতে পারেননি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কলেজের তিন মাসের বিদ্যুৎ বিল বাকি। আপনি সাংবাদিক হিসেবে ফোন করেছেন, তাই শনিবার অথবা রোববার এসে আমার বিদ্যুৎ বিল দিয়ে যান।”
এ বিষয়ে করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, তিনি মাঠ লিজ দেওয়ার বিষয়ে জানেন, তবে এর বিস্তারিত প্রক্রিয়া বা টাকা সম্পর্কে কিছু জানেন না।
লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “কলেজের জমি লিজ দেওয়া হয়ে থাকলে এবং এ নিয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।”