হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড় এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে আমল চান (৩০), এক সবজি ব্যবসায়ীর স্ত্রী, জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দুপুরে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আমল চানের স্বামী শীতু মিয়া পেশায় সবজি ব্যবসায়ী। দুপুর থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করেন এবং খবর দেন পুলিশে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।