হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, নগদ ৩৩,৩০০ টাকা, দুটি ধারালো ছুরি ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মনিনপুর গ্রামের রমিজ মিয়া (৪২), পিতা ইব্রাহীম মিয়া এবং একই এলাকার সোহাগ মিয়া (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরে রাতেই তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
রোববার (৩ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


