জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত, শ্রদ্ধা জ্ঞাপন এবং জুলাই যোদ্ধাদের সম্মিলনের মধ্যদিয়ে হবিগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত।

৫ আগষ্ট ( ৩৬ জুলাই) উপলক্ষে হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক “জুলাই গনঅভ্যুত্থান দিবস”।

২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দিনব্যাপী কবর জিয়ারত, জুলাই শহিদ পারিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন এবং দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মান জানানো হয় এই আত্মত্যাগীদের প্রতি।

সকাল ৭টায় জেলার চারটি উপজেলা বানিয়াচং, মাধবপুর, লাখাই ও নবীগঞ্জে অবস্থিত শহীদদের কবরস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্দোগে জুলাই শহিদ পারিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়৷ অতিরিক্ত জেলা প্রশাসক মো:মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান৷ বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস৷ জুলাই যোদ্ধাদের সম্মিলনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান বলেন— জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি করেছে।

বৈষম্যের বিরুদ্ধে তাদের সেই যুদ্ধ আমাদের জন্য পথ দেখায়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ সেই স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম হবো।” শহীদদের স্বপ্নপূরণে আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় জুলাই যোদ্ধাদের সম্মিলনে৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর ৫ আগষ্ট (৩৬ জুলাই) শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ জন জুলাই শহীদ পরিবারের মাঝে অনুদান সম্মাননা স্মারক প্রদান করা হয়৷ পরে ৩৬ জুলাই নিয়ে মঞ্চ নাটক প্রদর্শন করা হয়৷