হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁও চা বাগানের এক গৃহবধূ গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ১৫ আগস্ট (শুক্রবার) দুপুরে দারাগাঁও চা বাগানের সমিত রবিদাসের স্ত্রী পপি শীল সুইটি (পিতা: রাধা শীল) হঠাৎ করেই বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খুঁজে ব্যর্থ হয়ে চুনারুঘাট থানায় জিডি করেন। (জিডি নং–৯৩৩/২০২৫)।
গৃহবধূর স্বামী সমিত রবিদাস জানান, স্ত্রীর সন্ধানে অনেক জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো খোঁজ মেলেনি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ মহিলাকে উদ্ধারে সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালানো হচ্ছে।