হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চাকলাপুঞ্জি এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন (৩০)-কে হাতেনাতে আটক করে। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মকবুল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আটককৃত গাঁজা সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
র্যাব জানায়, আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।