হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বনায়ন রেঞ্জ পুলিশ ফাঁড়ির মাধ্যমে চুনারুঘাট উপজেলার রাইছ মিল নামক স্থানে গাছ কর্তনরত অবস্থায় এক গাছ চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ।
২৮ আগস্ট সকাল ১০’৩০ টায় চুনারুঘাট উপজেলার রাইস মিল নামক স্থানে গাছ কর্তনরত অবস্থায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একদল সদস্যবৃন্দসহ টহলরত অবস্থায় হাতে নাতে অবৈধভাবে গাছ কর্তনকারী চুনারুঘাট উপজেলার পশ্চিম বড়াইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মোহাম্মদ মিনহাজ আলী মীর (৪০) কে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ১ টি কুড়াল, ১টি দা ১টি রশি জব্দ করা হয়।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৯২৭ সনের বন আইন সংশোধিত ২০০০ সনের ৩৩ এর “ছ” ধারা অনুযায়ী অপরাধীকে জেল হাজতে প্রেরণ করা হয়।