জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ধরা পড়ল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে আজ রবিবার জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানকালে দেখা যায়—

  • বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম,
  • লাইসেন্স হালনাগাদ না থাকা,
  • মানহীন রিপোর্ট প্রদান,
  • এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অসংগতি বিদ্যমান।

এসব অনিয়মের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এর মধ্যে—

  • দি জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার টাকা,
  • দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা,
  • এবং দি এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত ও জনগণকে প্রতারণা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।