জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ভাতিজিকে কুপিয়ে হত্যা মামলায় চাচা রেনু মিয়া গ্রেফতার

 

হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা রেনু মিয়া (৫৫)।

এ ঘটনায় প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত র‌্যাবের হাতে ধরা পড়েছেন তিনি।

র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত স্কুলছাত্রী সুমাইয়া আক্তার (চতুর্থ শ্রেণি) গত ১৬ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা ধারালো দা ও ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়। তবে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে নরসিংদীতে পৌঁছালে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর সুমাইয়ার বাবা বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে—প্রতিবেশীকে ফাঁসাতে ভিকটিমের আপন চাচা রেনু মিয়া পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ টিম ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রেনু মিয়াকে (পিতা: মৃত আব্দুল আলী, গ্রাম: এক্তিয়ারপুর, মাধবপুর, হবিগঞ্জ) পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।