হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশায় শিশুদের ঝগড়া নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মহিলা ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশংকাজনক অবস্থায় উত্তরহাটি গোষ্ঠীর ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে৷ এরমধ্যে রিজিয়া বেগম ( ৬০) এর পেটে টেটা বিদ্ধ হয়েছে৷ তার অবস্থা গুরুতর৷
অন্যান্য গুরুতর আহতরা হলেন ইদু মিয়া (৬৫), জিয়াউর রহমান (৪৫), রাহিবুল (২৫), তরিকুল (২০), ওলিউর ( ২৫), রাহিবুল ( ২২), বাবলু ( ২০), মাসুদ (১৮),আবু মিয়া ( ৪০), কাইয়ুম (১৭), মুবিন ( ২০),রাজ্জাক ( ২০), দুূুূুদু মিয়া ( ৭০), ইকবাল ( ২০), সেন্টু ( ১৮), বাচ্চু ( ৫০), রেখা বেগম ( ৫০),জরিনা বেগম ( ৩৫), আলাল মিয়া ( ২৬), শাকিরুন বেগম ( ৩০), স্বরুপা বেগম ( ৩০), তানভীর ( ২০) ৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শিবপাশা গ্রামে উত্তরহাটির নবীন মিয়ার ছেলের সাথে বড়হাটির মোয়াছির মিয়ার ছেলের ঝগড়া হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মুরুব্বীদের সহায়তায় শুক্রবার বিষয়টি সালিশে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার সকালে উত্তরহাটির নবীন মিয়া শালিস বিচারকদেরকে দাওয়াত দেওয়ার জন্য বের হলে বড়হাটির লিটন মিয়ার লোকজন তাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে৷ এসময় বড়হাটির মোয়াছির মিয়ার নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরহাটির নবীন মিয়ার লোকজনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে৷
পরবর্তীতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে৷ ঘন্টাব্যপী সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে৷