হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকার সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেন ও এএসআই তাজুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় নুরপুর ইউনিয়নের মদনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন প্রবেশমুখ থেকে একটি পিকআপ আটক করেন। এ সময় তল্লাশী চালিয়ে গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো—
১। তুহিন মিয়া (২৪), পিতা: মোঃ ইসলাম উদ্দিন, মাতা: রওশন আরা বেগম, সাং: বিলাশের পাড়া।
২। মোঃ সাফি (২০), পিতা: মোঃ আঃ কাইয়ুম, মাতা: শামসুন্নাহার, সাং: সাতগাঁও, ইউনিয়ন: সিন্দুরখালি (৪নং), থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার।
পরে এসআই কাউছার হোসেন বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা নং-১১, তাং-২২/০৯/২০২৫ খ্রিঃ দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১৯(গ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।