জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে নিখোঁজের পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং ওর্য়াড পৌরসভার  আনমুনু গ্রামের  তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গল বার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার  আক্রমপুর

এলাকার একটি পুকুরে লাশটি ভেসে ওঠে।

 

নিহত যুবক আনমুনু গ্রামের মাতাব আলীর ছেলে আবিদুর মিয়া (৩৫)।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার  প্রায় দিনের মতো সকালে বাড়ী থেকে বেড় হন আবিদুর মিয়া।পরে বাড়ী তে না ফিরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন।এসময় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির ৩ দিন পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার  সকালে পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়েও তদন্ত চলছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।