সাজিদুর রহমান।। বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রশিদপুর গ্যাসফিল্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে শনিবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মুফতি জয়নাল আবেদীন, শাব্বির আহমদ আবির, তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, মোহাম্মদ আলী দোলন, মুফতি সোহাইল আহমদ, লিটন মিয়া, খালিদ মোশাররফ, ফয়ছল আহমেদ প্রমুখ। পরিচালনা করেন ছাত্র নেতা হাফিজুর রহমান শাওন। মানববন্ধনে বক্তারা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকসহ গ্যাসফিল্ড কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারন করা হয়।
এর আগে ১ অক্টোবর সম্মিলিত নাগরিক ফোরাম গ্যাস সংযোগের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করে সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবল । ওইদিন দাবি আদায়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে বাহুবল ও মিরপুরে প্রচারপত্র বিতরন করা হয়।
প্রচারপত্রে উল্লেখ করা হয়, সিলেট গ্যাস ফিল্ডের অধীনে পরিচালিত রশিদপুর গ্যাস ক্ষেত্রের প্রাথমিক উত্তোলনযোগ্য গ্যাস প্রায় ১ লক্ষ ২৯ হাজার ৭শ ১০ বিলিয়ন ঘনফুট মজুদ রয়েছে ।
রশিদপুর গ্যাসফিল্ডের ৭টি কুপ হতে দৈনিক ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় এবং সেখান থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বাহুবল উপজেলাবাসী গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত। এক যুগ ধরে বন্ধ রয়েছে নতুন গ্যাস সংযোগ। মূলত গুটিকয়েক এলপিজি (বোতলজাত গ্যাসের সিলিন্ডার) ব্যবসায়ীর স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কার্যত আবাসিক গ্যাস সংযোগ সরকারিভাবে বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় অধিকাংশ গ্রাহক অবৈধ উপায়ে গ্যাস সংযোগ নিয়েছে। এতে করে গ্যাস বিতরণ কোম্পানিগুলো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। দেশের মোট গ্যাসের শতকরা ১২ শতাংশ ব্যবহার করা হয় আবাসিক খাতে। বাকিটা শিল্প ও অন্যান্য খাতে।