হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।
আজ (০৪ নভেম্বর ২০২৫ ইং) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানাধীন কদমতলি এলাকায় এনা পরিবহনের সিলেটগামী একটি বাসের সঙ্গে ঢাকামুখী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের মধ্যে ৭-৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাকি যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

