জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষ মনোনয়ন দৌড়ে তিন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর আলোচনার সৃষ্টি হয়েছে। কে পাবেন জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক_এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে প্রতিদিন।

 

আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ টি আসনের প্রার্থীতা ঘোষনা করেছে বিএনপি।

 

কিন্ত হবিগঞ্জ ৪ আসনের মধ্যে সবকটি আসনের প্রার্থীতা ঘোষনা করা হলেও হবিগঞ্জ ১(নবীগঞ্জ বাহুবলের) আসনের  প্রার্থীতা ঘোষনা করেনি বিএনপি।

 

দীর্ঘদিন ধরেই উপজেলাজুড়ে বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক সংসদ সদস্য, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের বড় একটি অংশ তার মনোনয়ন নিশ্চিত বলে ধরে নিচ্ছিলেন।

 

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে শেখ সুজাত মিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। ২০১৮ সালের নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারের নির্বাচনে বিএনপি যদি জোটের পথে হাঁটে অথবা কেন্দ্রীয় কৌশলগত কারণে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয়—সেক্ষেত্রে ড. রেজা কিবরিয়াই আবারও ধানের শীষের মনোনয়ন পেতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

 

অন্যদিকে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী-ও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তৃণমূল জনসংযোগ, গণসংযোগ ও দলীয় সভায় তার সক্রিয়তা চোখে পড়ার মতো। স্থানীয়ভাবে তিনি উল্লেখযোগ্য জনসমর্থন পাচ্ছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

তিন প্রার্থীর এই ত্রিমুখী দৌড়ঝাঁপে নবীগঞ্জ–বাহুবল রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা–সমালোচনা, হিসাব–নিকাশ ও সম্ভাবনা–সম্ভাবনার চুলচেরা বিশ্লেষণ। চূড়ান্ত মনোনয়ন কার ঝুলিতে যাবে—সেটি জানতে তাকিয়ে আছে পুরো এলাকা।