জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ বিড়ি বিক্রির দায়ে এক মহিলা আটক

হবিগঞ্জের নবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ বিড়ি বিক্রির অভিযোগে এক মহিলাকে আটক করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার উত্তর  গহরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

 

সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেমের নেতৃত্বে একটি বিশেষ দল উত্তর গহরপুর গ্রামের দীলিপ দাশের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয়।

 

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দীলিপ দাশের স্ত্রী রেবা রানী দাশ (৪৫) বাড়ির আশপাশের ঝোপঝাড়ে বিড়িগুলো লুকানোর চেষ্টা করেন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযান শেষে আনুমানিক ৩৫,০০০ শলা ভারতীয় বিড়ি জব্দ করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম জানান, ভারতীয় নিষিদ্ধ বিড়ি বিক্রি ও মজুত করার দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রশাসনের এ অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।