জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন৷

বৃহস্পতিবার তেলিয়াপাড়ার সীমান্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তেলিয়াপাড়া চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷ একইসাথে বিজিবির একটি মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান৷ এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিজিবির ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন- বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।