জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে ছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত জাকারিয়া গ্রেফতার – ভিকটিম উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি আলোচিত অপহরণ মামলার প্রধান অভিযুক্ত জাকারিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। একই সঙ্গে তার হেফাজত থেকে অপহৃত ১০ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব জানায়, অপহৃত ছাত্রী দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত জাকারিয়ার উৎপাতের শিকার হচ্ছিলেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত জাকারিয়া ও তার সহযোগীরা ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে হামিদনগর রাস্তার মুখ থেকে জোরপূর্বক ছাত্রীটিকে সিএনজিতে তুলে অজ্ঞাতস্থানে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

পরে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২০ নভেম্বর সকালে হবিগঞ্জ সদর থানার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার মূলহোতা মোঃ জাকারিয়া আহমদ (২০), পিতা–জালাল উদ্দিন, গ্রাম–দারিপুর, বাহুবল—কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।