জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং ও আজমিরীগঞ্জে ৯ মার্ডার মামলার পলাতক ইউপি সদস্যসহ ৪ জন আটক

হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় গভীর রাতে পৃথক অভিযানে সেনাবাহিনী ৯ মার্ডার মামলার পলাতক আসামি এক ইউপি সদস্যসহ মোট ৪ জনকে আটক করেছে।

সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী মহল্লায় ফজরের আজানের পূর্ব মুহূর্তে অভিযান চালিয়ে আটক করা হয় ইউপি সদস্য শহীদ মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মানিক মিয়ার পুত্র এবং বহুল আলোচিত ৯ মার্ডার মামলার ৬৭নং পলাতক আসামি।

অন্যদিকে, একই উপজেলার ৮নং খাগাওড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুর্শী খাগাওড়া গ্রামে রাত আনুমানিক দেড়টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয় তোফায়েল আহমেদ (৩২)। তিনি হবিগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের মামলার আসামি। আটক তোফায়েল আহমেদ স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি ওই গ্রামের আবু বক্কর মিয়ার পুত্র।

এদিকে আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন— উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের শংকর পাশা গ্রামের আওলাদ মিয়ার পুত্র ডাক্তার রেজাউল করিম এবং একই গ্রামের কামরুল মিয়ার পুত্র সাইদুর মিয়া। তাদের বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র নিশ্চিত করে জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিদ্যমান মামলার ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। পরে সকল আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য আজমিরীগঞ্জ ও বানিয়াচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।