বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক ও বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ শাহ্ এ এম এস কিবরিয়ার ২১তম প্রয়াণবার্ষিকী আজ।
এ উপলক্ষে হবিগঞ্জে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে কিবরিয়া ফাউন্ডেশন হবিগঞ্জ।
কর্মসূচির মধ্যে আছে—আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে স্থাপিত শহীদ কিবরিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় আরডি হলে শিশু-কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বেলা ১১ টায় একই স্থানে শহীদ কিবরিয়ার জীবন, কর্ম ও অবদানের মূল্যায়নভিত্তিক স্মরণসভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ্ এএমএস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া।
সভাপতিত্ব করবেন প্রয়াণবার্ষিকী আয়োজক পরিষদের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ।
সভাপতিত্ব করবেন প্রয়াণবার্ষিকী আয়োজক পরিষদের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা।

