নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশা গ্রামে বাদী বিবাদীর সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাজিদুর রহমান, রমিজ মিয়া, হাসিনা বেগম, শামছুন্নেহার, গউছ মিয়া, সাইফুল ইসলাম, আলামিন, কদ্দুছ মিয়া, মনোয়ারা ও নার্গিসকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় কদ্দুছকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয।
এঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।