চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ২০টি ওয়ারেন্টভূক্ত মহিলাসহ১২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নির্দেশনায় ওসি (তদন্ত ) আলী আসরাফ এর নেতৃত্বে বিপুল সংখ্যক সঙ্গিয় ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সিআর ও জিআর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।
আসামীরা হল- শাহেনা বেগম (৩৫), গবিন্দ মুন্ডা(২৯), লিটন মুন্ডা(২৮), মোঃ ছিদ্দিক আলী (৩০), সালেহ উদ্দিন(৩০), স্বর্ণ বনার্জি(২৫) সফর আলী (৬০), আফছর আলী(৩৮), শফর আলী (৪৮), নুরুল হক(৩২),মোঃ রিপন মিয়া(২৮), সুহেল মিয়া (৩৬)।