ছামি হায়দার ফেঞ্চুগঞ্জে থেকেঃঃ-
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৭শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা দিয়ে এর নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন,‘ আপনারা নীতিমালা অনুযায়ী সকল নির্দেশনা পূর্ণ করতে পেরেছেন বলে এমপিও ভুক্ত হয়েছেন। কাজেই এটা ধরে রাখতে হবে।’
‘কেউ যদি এটা ধরে রাখতে ব্যর্থ হয়, সাথে সাথে তার এমপিও ভুক্তি বাতিল হবে। কারণ এমপিও ভুক্তি হয়ে গেছে- বেতনতো পাবই, ক্লাস করানোর দরকার কি, পড়ানোর দরকার কি, এ চিন্তা করলে কিন্তু চলবে না’ যোগ করেন তিনি।
সিলেট-৩ আসনের অন্তভুক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো।
এসব শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো
১/ মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসা
২/ ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা
৩/ মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ ।
এমপিওভূক্তির খবরে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।