জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: নবীগঞ্জে নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় পরিচালিত নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৯ নভেম্বর রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  ২০০৯ এর  ৪১,৫০,৫১,৫২ ধারা অনুযায়ী —

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার এবং উৎপাদিত পণ্যে মেয়াদের তারিখ না থাকা—একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক রাকিব আলীকে   ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম গুপন সংবাদের ভিত্তিতে আইসক্রিম ফ্রেক্টরিতে অভিযান চালালে দেখা যায়  ব্যবহৃত কাঁচামালের মধ্যে  মেয়াদোত্তীর্ণ ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

 

আরও দেখা যায়, উৎপাদিত আইসক্রিমে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনের তারিখ ও প্রয়োজনীয় লেবেলিং নেই।

 

বরফ, পানি ও অন্যান্য উপকরণের মান নিয়েও যথেষ্ট অসঙ্গতি পরিলক্ষিত হয়।

 

এসময় আইনের ৪ টি ধারা অনুযায়ী   সম্মিলিত প্রেক্ষিতে মোট ৬০,০০০ টাকা জরিমানা নির্ধারণ ও আদায় করা হয়।

এসময় অভিযান প্রসিকিউশনে সয়াহতা করেন নবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আমজাদ  হোসেন।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।