জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) হবিগঞ্জে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য সড়ক র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”
সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন এবং পোনামাছ অবমুক্ত করেন। পরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মইনুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আবদুল কাদের প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গে মৎস্য খাত নিবিড়ভাবে জড়িত। নিরাপদ মাছ উৎপাদনে সকলে যত্নবান হলে এই খাত আরও সমৃদ্ধ হবে।” তিনি মৎস্যচাষী, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের টেকসই উৎপাদন ও নিরাপদ মাছ সরবরাহে ভূমিকা রাখতে আহ্বান জানান।
আলোচনা সভায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মৎস্য খাতে উন্নত প্রযুক্তি ব্যবহার ও অবদানের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়।