জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে খালাসপ্রাপ্ত ফাঁশির আসামিসহ ৩ আ’লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে খালাসপ্রাপ্ত ফাঁশির এক আসামীসহ ৩ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে বানিয়াচং থানার বৈষম্যবিরোধী মামলায় আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত নেতারা হলেন: আনু মিয়া (৪৭), মৃত চান মিয়ার পুত্র,আশিক মিয়া (৪৩), মৃত ময়না মিয়ার পুত্র,রনজু মিয়া (৫৭), আব্দু রাজ্জাক মিয়ার পুত্র।

সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর (সোমবার) সকাল প্রায় ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আলমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনজু মিয়া আগে এক হত্যা মামলায় ফাঁশির দণ্ডপ্রাপ্ত ছিলেন। ১৯৯৬ সালে স্থানীয় দাঙ্গায় জিয়াউল হক নামে এক ব্যক্তি নিহত হন। পরে হাইকোর্ট রনজু মিয়ার আপিল বিবেচনা করে তাকে খালাস প্রদান করেন।

তবে গত বছরের ১৯ জুলাই ২০২৪ সালে বানিয়াচং শহীদ মিনারে কোটা সংস্কার দাবিতে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আ’লীগের এই তিন নেতা ছাত্রদের উপর ইট, পাটকেল ও গুলি চালিয়ে আক্রমণ চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় আহত হয় মুনছুর মিয়া ও মাহিন হাসান।

বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জানান, “ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মাধ্যমে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।”