১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে বজ্রপাতে দুই জনের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায়  মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পৃথক স্থানে শিশু- কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় উপজেলার নোয়াঐ ও জারিয়া বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওড়কাইদ (১১) ও সাতকপান ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নরছ উদ্দিন (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াঐ গ্রামের ওড়কাইদ তার বড় ভাই জুনাইদসহ আরো দুজনকে নিয়ে সকালে বাড়ির পাশের বিলে মাছ মারতে যায়। সকাল ৯টায় আকাশে বজ্রপাতের সৃষ্ঠি হয়। এসময় বজ্রপাতে ওড়কাইদ ঘটনাস্থলেই মারা যায়। এ বজ্রপাতে তার ভাই জুনাইদ বন্ধু উসমান আহত হয়। আহত দুজনকে বাহুবল হাসাপাতালে প্রেরণ করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বজ্রপাতে নিহতের ঘটনাটির  সত্যতা নিশ্চিত করেছেন।