হবিগঞ্জে ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত পঞ্চম দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি শুরু হয় হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয় থেকে। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জননেতা আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ–৩ (লাখাই–শায়েস্তাগঞ্জ–হবিগঞ্জ সদর) আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি।
সমাবেশ পরিচালনা করেন আলহাজ্ব সামসুল হুদা, সম্মানিত সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখা।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


