১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে চমক থাকছে নৌকা বাইছ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে হবিগঞ্জ পুলিশ প্রশাসন।

এই উপলক্ষে গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তার কার্যালয়ে এক পরামর্শ সভার আয়োজন করেন।

পরামর্শ সভায় পুলিশ সুপার জানান, আগামী মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে হবিগঞ্জ পুলিশ ।

৩টি ক্যাটাগরিতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের জন্য ২টি ক্যাটাগরি এবং মেয়েদের জন্য ১টি ক্যাটাগরি।

যেহেতু হবিগঞ্জে মেয়েদের নৌকাবাইচ প্রতিযোগিতা কখনও হয়নি সেখানে আর মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না।

প্রতিযোগীতায় পুরুষ ডিঙ্গি নৌকা মাঝির সংখ্যা ১ জন ও মাল্লার সংখ্যা ৭ জন থাকবে। প্রতিযোগিতায় বড় নৌকাগুলোতে মাঝি মাল্লা মিলিয়ে ৫০ জন বাইচে থাকবেন।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার মানছুরা আক্তার, ডাঃ অসিত রঞ্জন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, ডিআইও-২ মোঃ আনিসুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী প্রমূখ।