এবার শায়েস্তাগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রনালয়ের উপ-সচিব আবু সাঈদ জামাল হাসেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা ও কলোনী পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রকৌশলী সাঈদ আহমেদসহ রেলওয়ে একদল পুলিশ।
যারা দীর্ঘদিন ধরে রেলওয়ের খাস জমি ও সম্পত্তি জোর দখল করে আসছেন তাদেরকে শীঘ্রই তাদের তালিকা তৈরি করে উচ্ছেদ করা হবে। তাছাড়া তারা লীজ গ্রহন করে বসবাস করছেন তাদের কাগজপত্র যাচাই-বাচাই করা হবে।
অনুসন্ধানে জানা যায়, শায়েস্তাগঞ্জ দিঘীরপাড়, নিজগাও, জামতলী ও জংশন এলাকার পূর্ব-পশ্চিম দিকসহ বিভিন্ন স্থানে ২ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা রয়েছে। আর এর অধিকাংশই কতিপয় রেলকর্মকর্তারা ভাড়া দিয়ে মাসোয়ারা নিচ্ছেন।
আবার অনেকেই প্রভাবশালী হওয়ায় জোর পূর্বক দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন। অবশেষে রেল কর্মচারীদের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন উপ-সচিব।