জসিম উদ্দিন: গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে চুনারুঘাট জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বুধবার (০৯ এপ্রিল) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা জামায়াতের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলী-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট মধ্যে বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মোহাম্মদ আলী গোল চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ৫ নং ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম , চুনারুঘাট উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারী ফুয়াদ হাসান, বায়তুল মাল সম্পাদক এসএম নোমান, সমাজকল্যাণ সম্পাদক কাজী আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য এমদাদুল হক চৌধুরীসহ ১০ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।