২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:২৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানাধীন এলাকা থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামী জনাব আলী গ্রেফতার।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি দল ০৩ জুলাই ২০২২ ইং তারিখ মৌলভীবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার (মামলা নং-৪২ তাং-১৭/০৭/২০২২ খ্রি) এর ০১ নং আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সুন্দরপুর গ্রামের বাসিন্দা মৃত সুরুজ আলী এর ছেলে মোঃ জনাব আলী (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী আরও জানায়, গত ১৪/০৬/২০২২ ইং তারিখ ভিকটিম সিএনজি যোগে বাড়ি ফেরার পথে সু-কৌশলে ধৃত আসামীসহ অন্যান্য আসামীরা সিএনজিতে উঠে। সিএনজি ড্রাইভার ভিকটিমকে ফলের জুস খেতে দিলে ভিকটিম সরল বিশ্বাসে এবং ড্রাইভার পূর্ব পরিচিত হওয়ায় ফলের জুস পান করে।

ফলের জুস খাওয়ার পর ভিকটিম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে আসামীরা এই সুযোগে সিএনজি খোয়াই নদীর পাশে থামিয়ে ভিকটিমকে নদীর পূর্বপাড়ে নিয়ে যায়।

পরবর্তীতে আসামীদের মধ্যে এজাহারনামীয় ০৬ নং আসামী জুয়েল মিয়া নাইলনের রশিঁ দ্বারা ভিকটিমের দুই হাত পিছনের দিকে বেঁধে ফেলে এবং এজাহারনামীয় ০২ নং আসামী ভিকটিমের ওড়নার অর্ধেক অংশ ছিড়ে তা দ্বারা ভিকটিমের মুখ বেঁধে ফেলে।

পরবর্তীতে আসামীরা ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে গেলে আসামীরা ভিকটিমকে নদীর পাড়ে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।