24.4 C
Habiganj
বুধবার, ৪ অক্টোবর ২০২৩

Habiganj News

Habiganj News is the most popular online media and newspaper in the Habiganj district. It serves the latest news of Habiganj district.

চা বাগান থেকে বিলীন হচ্ছে ছায়া বৃক্ষ , দেখার যেন কেউ নেই

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

পুলিশ প্রশাসন নিরব থাকায় হবিগঞ্জের চার উপজেলায় বিভিন্ন চা-বাগান থেকে প্রতিদিন বিলীন হচ্ছে ছায়াবৃক্ষ । দেখার যেন কেউ নেই ? প্রতিটি চা বাগান টিলা ভূমিতে মূল্যবান গাছ গাছালি অতিবৃষ্টি ও প্রখর রোদের কবল থেকে চা গাছকে রক্ষা করে । এ জন্য চায়ের টিলা গুলো বৃক্ষ বাজিতে ভরপুর থাকে ।

অন্য দিকে বিশাল চায়ের টিলায় গাছ গুলো মাটির ক্ষয়রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তবে দীর্ঘ সময় ধরেই বাগান এলাকার আশপাশে একটি মহল চা বাগানের সেকশন থেকে মাঝে মধ্যে রাতের আধারে বিভিন্ন প্রজাতি গাছ কেটে পাচার করছে । চা বাগান থেকে ছায়াবৃক্ষ পাচার হওয়ায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অনেক অভিযোগ দিয়েছেন ।

এছাড়া ও থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে অনেক অভিযোগ সহ সাধারণ ডায়েরি করেছেন চা বাগান কর্তৃপক্ষ । এর পর ও বাগানের গাছ কাটা ও পাচার বন্ধ হচ্ছে না । ছায়াবৃক্ষ বা শেড ট্রি উজাড় হওয়ায় চায়ের উৎপাদনে প্রভাব পড়ছে ।

অনুসন্ধানে জানা যায় , শায়েস্তাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার লাল চান্দ , দেউন্দি , লস্করপুর , চানপুর , চন্ডি , আমু , নলুয়া , রেমা , পার কুল , শ্রী বাড়ি ও দাঁড়া গাও চা বাগান সহ মাধবপুর , বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন চা বাগানে পুরোনো ও বৃহদাকার বৃক্ষ বাজিতে ভরপুর । গাছের মধ্যে করই , শিল করই , আকাশি , রেইনট্রি , গর্জন , মেহগনি , সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ গাছালিতে টিলা ভূমি পরিপূর্ণ । এই গাছ গুলো চা গাছের জোগান দেয় । তবে বাগান এলাকার আশপাশে বেশকিছু সিন্ডিকেট চোরাকারবারি শক্তি শালি চক্র প্রতিনিয়ত চা বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে কিন্তু বাগান পাহারাদাররা চোর চক্রকে ধরতে পারছে না । ফলে চা বাগানের পার্শবর্তী কিছু দূরে বেশ কয়েকটি ‘ স ‘ মিলে নিয়ে গাছ গুলো চিড়ানো হয় । আবার কেউ উপজেলা শহরে বা ইউনিয়নে হাট বাজারে ‘ স ‘ মিলে চোরাই গাছ চিড়ানো হয় ।

এদিকে গাছ গুলো চিড়ে বাগানের ভেতর , বাগানের পার্শবর্তী হাট বাজার ও শহর এলাকায় বিভিন্ন আসবাবপএ তৈরি করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া যায় । উপজেলার লাল চান্দ ও দেউন্দি চা বাগানের বিভিন্ন সেকশন থেকে ছায়াবৃক্ষ চুরির অনেক অভিযোগ রয়েছে চুনারুঘাট থানায় । এতে বাগানের অনেক মূল্যবান গাছ গুলো চুরি হওয়ায় চায়ের জন্য অনেক ক্ষতির কারণ বলে সংশ্লিষ্টদের দাবি । লাল চান্দ ও দেউন্দি চা বাগানের একাধিক শ্রমিকদের অভিযোগে জানা যায় , গাছ চোর চক্র বিভিন্ন দাড়ালো করাত , দা , কুড়াল নিয়ে রাতের আঁধারে হরদমই গাছ চুরি করে নিয়ে যায় । এই গাছ গুলো কেটে খন্ড খন্ড করে বাগানে পাশে কাঁধে করে ‘ স ‘ মিলে বা দূর দূরান্ত পিকআপ , ডায়না , নাবানো , ট্রলি করে নিয়ে যায় ‘ স ‘ মিল গুলোতে । চা বাগানে গাছ চুরি করার আগেই বিভিন্ন স্থানে বখরা দিয়ে পাস নিচ্ছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক লাল চান্দ চা বাগানের পনচায়েত জানান , দেউন্দি ও লাল চান্দ চা বাগান দিয়ে মাধবপুর উপজেলার শাহজীবাজার পাকা বা কাঁচা রাস্তা যাওয়া এবং শায়েস্তাগঞ্জ উপজেলা ও চুনারুঘাট উপজেলা যাওয়ার অনেক কাঁচা বা পাকা রাস্তা দিয়ে গাছ গুলো পাচার হচ্ছে । রাতে পুলিশ টহল দিলেও গাছ চোর চোখের আড়াল দিয়ে চলে যায় ।

অপর দিকে দেউন্দি চা বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক এক চা শ্রমিক জানান , দেউন্দি চা বাগানে পাশে বস্তি ও বহিরাগত এলাকার কিছু লোক দিনের বেলায় চা কারখানায় পাশে মাঝল্যান এলাকায় সারাদিন ব্যাপি ঘোরাঘুরি করে এবং আশপাশে মদের দোকান , সেলুন , চা- দোকান , পান-সিগারেট দোকান , মুদি দোকান বা রাস্তার পাশে উৎপেতে বসে থাকে চোরাই চাপাতা করে তারা ।

এ সুযোগে সন্তোষ মদের দোকান থেকে চোলাই বাংলা মদ ক্রয় করে দিনের চেয়ে রাতে বেলায় সিএনজি , টমটম , মোটরসাইকেল যোগে মাধবপুর , শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলা সড়ক দিয়ে বা গ্রামের বিভিন্ন অলিগলি রাস্তা দিয়ে পাচার করে বিক্রি করছে অভিযোগ রয়েছে । বাগানের শ্রমিকদের বড় ধরনের ক্ষতি হবে এবং বাগানে গাছ চুরি , চোরাই চাপাতা ও মাদক পাচারকারী বিষয়ে বাগান ম্যানেজমেন্টকে বলেছি । এসব বাগান থেকে দীর্ঘ দিন ধরে মূল্য বান গাছ চুরি হচ্ছে ।

এ ব্যাপারে দেউন্দি চা বাগানের সহকারী ব্যবস্থাপক ফরহাদ হোসেন ও লাল চান্দ চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বলেন , দুটি চা বাগান থেকে দীর্ঘ দিন ধরে মাঝে মধ্যে গাছ চুরি ঘটনা ঘটছে তবে গাছ চুরি বিষয়ে বাগানে চৌকিদার ও পনচায়েত নেতাদের নিয়ে ঘনঘন বৈঠক অনুষ্ঠিত হয় । তার পর ও গাছ চুরি ঠেকানো যাচ্ছে না ।

দেউন্দি চা বাগান কারখানা গেইট ম্যান বাউরী মুন্ডা জানান , বাগানের কিছু শ্রমিক কারখানাতে চাকুরী করে কিন্তু অনেক চেকিং করার পর ও কি ভাবে লুকিয়ে চাপাতা নিয়ে বাগানের কারখানা পাশে মাঝল্যান এলাকায় একটি চক্র কাছে বিক্রি করে দেয় অথবা বাগানের বিভিন্ন দোকানে চা পাতা ক্রয় করে অন্যএ বিক্রি করে দেয় ।

- Advertisement -

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

22,341FansLike
1,342FollowersFollow
5,234FollowersFollow
3,542SubscribersSubscribe

জনপ্রিয় সংবাদ

আরো কিছু সংবাদ
Related

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময়

জুয়েল রহমান: হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত ইউএনও মোঃ মাহবুবুর রহমান...

ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক হলেন হবিগঞ্জের জালাল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ১ অক্টোবর...

লাখাইয়ে গাড়ী চাপায় বাইসাইকেল আরোহী নিহত

এম এ ওয়াহেদ: হবিগঞ্জের লাখাইয়ে গাড়ীর চাপায় বাইসাইকেল আরোহী...