জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় হেলপার লিটন মিয়াকে আটক করেছে র‍্যাব ৯

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত বাস হেলপার লিটন (২৬) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধর্ষণসহ যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট এর সদর কোম্পানী এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গত ১৬ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২৩:৪৫ ঘটিকার সময় সিলেট জেলার দক্ষিন সুরমা থানাধীন জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত বাস হেলপার কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- লিটন(২৬), পিতা- নুরু মিয়া, সাং- রশিদপুর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এছাড়াও ধর্ষনের বিরুদ্ধে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।