হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সিলেটের বালাগঞ্জ থানাধীন বোয়ালজোর বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ১নং এজাহারনামীয় আসামী ইলাস উদ্দিন (৪৫)-কে গ্রেফতার করে। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাকুরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কসবা এলাকার বাসিন্দা নিহত সাব্বির হোসেন জমিতে কাজ করছিলেন। এসময় বিবাদী পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়, এতে তিনি গুরুতর জখম হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সাব্বিরের ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ থানায় নং-০৫, তারিখ-০৭/০৯/২৫ ইং, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩০২/১১৪/৫০৬(২) অনুযায়ী রুজু করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।