জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও মিলন মেলা সম্পুর্ণ হয়েছে।

প্রধান অতিথি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি মোঃফজলুর রহমানের হাত থেকে পুরুষ্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন সহ অনান্যরা।

হবিগঞ্জ সদর উপজেলার আর্দশ রিচি গ্রামের সু-প্রতিষ্ঠিত নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের প্রতি বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানের সকল শির্ক্ষাথী,অবিভাবক, ম্যানেজিং কমিটি, শুভানুধ্যায়ীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর ও মিলন মেলা সম্পুর্ণ হয়েছে।  মৌলভীবাজার জেলায় মাধব কুন্ঠে সারাদিন ব্যাপী বিভিন্ন খেলাধুলা আনন্দ মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের

মধ্যে দিনটি অতিবাহিত করে বিদ্যালয়টি মো:রইছ আলী(মেম্বার) এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠিতা অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, রিচি সমাজ কল্যাণ ও ক্রীয়া সংস্থার সাবেক সভাপতি, মোঃ গোলাম রাব্বানী, হবিগঞ্জ জ্ঞানদ্বীপ আধুনিক কেজি স্কুলের মামুন আল ছালেহ্৷  অন্যান্যরা মধ্যে  ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাম মেহের, বিদ্যালয়ের সহঃশিক্ষিকা- লিমা, নাজু, রাশিদা, মাজেদা, লিপি, শিক্ষক অন্তর, শারমিন, জুমেল, নূরুল, জাইমা,বাউল শামসু শাহ্ সহ প্রমুখ।