জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুর রউফ আশরাফ ●

বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়-এ শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন

সিনিয়র সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন মুকুল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক জীবন আহমদ লিটন,
অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি মুছা খাঁন,
সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম,
খণ্ডকালীন শিক্ষক মোস্তাক আহমেদইতমে ওয়ালিদ,
এবং অভিভাবক আব্দু জাহের

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ গোলাম রব্বানী, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক।

সভায় সভাপতির বক্তব্যে এস এম খোকন বলেন,

“আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান বিগত বছরগুলোর তুলনায় কমে গেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সেই দুর্বলতা স্পষ্ট। প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। তাদের দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন,

“শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও স্কুল উন্নয়নে ভূমিকা নিতে হবে। সন্তানদের অগ্রগতিতে পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়।”

সভায় উপস্থিত অভিভাবকগণ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের আহ্বান জানান। তারা শিক্ষক ঘাটতি পূরণ, শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক ও অভিভাবকরা।