হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি প্রনোদনার সার,বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ১হাজার ৮শত ৭০জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার সার ও বিভিন্ন রকম ফসলের বীজ ও ভাসমান বীজতলা তৈরি করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শনিবার ২১ নভেম্বর সকাল সাড়ে দশটায় বানিয়াচং উপজেলা চত্বরে সার বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনমূল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, মৌঃ হাবিবুর রহমান প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান, সঞ্জয় বাবু, আবু হাসেম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমূখ।