বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকার নিউরো সায়েন্স ইন্সটিটিউট এন্ড হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন।
বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। ছেলেকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছিনেন পিতামাতা। শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়।
কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্ত্ববধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে।
সম্প্রতি এলাকার লোকজন ও স্থাণীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হন হাসপাতালে। করা হয় অপারেশন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থান মারা যান তিনি।