২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:১৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন কলেজের অধ্যক্ষের ওপর হামলা

মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর ওপর আক্রমন করা হয়। ঘটনাটি ঘটে আজ সন্ধায় হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পার এলাকায়।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনকোনা পুকুর থেকে দীর্ঘদিন ধরে মাছ চুরি হয়ে আসছে। আজ মাছ চুরি হতে দেখে বাধা প্রদান করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। চুরিতে বাধা দেয়ায় অজ্ঞাত নামা আট দশ জন তার উপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা হবিগঞ্জ নিউজকে জানায়, “এই পুকুর থেকে মাছ চুরি নিত্যদিনের বিষয়। তাদের কাজে কেউ বাধা দেয়না। ভয়ে কেউ তাদের কিছু বলেও না। আজ স্যার বাধা দেয়ায় তাঁর ওপর হামলা করে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “তাদের পিছনে ক্ষমতাসীন দলের বড় বড় কিছু নেতা রয়েছে। তাই তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পুকুর থেকে মাছ চুরি করে আসছে।”