জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫ তম প্রয়ান দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ লাখাইয়ের ‘লাখাই প্রেসক্লাব’ এর সাবেক সহসভাপতি, সাহসী ও আপোষহীন কলম সৈনিক এবং ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ এর সাবেক সদস্য প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫ তম প্রয়ান দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) লাখাই প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভা উপজেলার লাখাই বাজারে বিকাল বেলা লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খসরু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, লাখাই ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুব দলের সভাপতি রফিকুল ইসলাম।
এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,সাংবাদিক পারভেজ হাসান, মনর উদ্দিন মনির, লাখাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই অভয়চরন রাধাচরন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীম প্রমূখ।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের স্মরণে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ।

সভায় আলোচকবৃন্দ বলেন, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত ছিলেন অকতোভয় কলম সৈনিক। কোন প্রকার অন্যায় এর সাথে আপোষ করেননি। অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি প্রভাবশালী চক্র তাঁকে ১৯৯৯ সালের ১৪ জুন হবিগঞ্জ বাসস্ট্যান্ডে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। সভায় বক্তাগন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের বিদেহী আত্মার সদগতি ও পারলৌকিক মঙ্গল কামনা করেন।