১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে মহিলাদের উঠান বৈঠক

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ পৌরশহরে আশ্রায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

জাতীয় মহিলা সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক আয়োজনে সোমবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার পৌরশহরে ৩ নং ওয়ার্ডে বাগুনীপাড়া আশ্রয়ন প্রকল্পে এ বিশেষ উঠান বৈঠক হয় ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নূপুর রানী মহনের পরিচালনায় আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা সহকারী রাশেদা বেগম , বাশিরা আক্তার , শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ ।

বক্তারা বলেন , অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশ গ্রহন ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত । আদর্শবান ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।