২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:১২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে টিসিবির পন্য বিক্রি

সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাজার মূল্য স্থিতিশীল রাখতে চলছে পন্য বিক্রিয়। টিসিবির এর পক্ষ থেকে ক্রেতা প্রতি ৫ কেজি করে ১ হাজার ৫শ কেজি চিনি, ৫ কেজি করে ২ হাজার লিটার পুষ্টি সয়াবিন তেল, ৫ কেজি করে ৩ শ কেজি মশুর ডাল বিক্রি করা হয়েছে।

গত সোমবার, মঙ্গলবার (৬ ও ৭ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ দিন ব্যাপী উপজেলা পৌর শহরে থানা রোড এলাকায় টিসিবির ডিলার ও শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: মোজাম্মেল হক এসব পন্য বিক্রি করেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মজিবুর রহমানের উপস্থিতিতে সাক্ষর ও পন্য বিতরণ করা হয়।

৬ শ জন ক্রেতা এসব পন্য ক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও যুগ্ম সম্পাদক অপু দাশ।