শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের ঐত্যবাহি শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ কুতুব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
বুধবার (৯ জানুয়ারী) দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশি সাহেব বাড়ি মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি শরিফপুরে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে অসুস্থ্যতা জনিত কারণে সিলেট হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান বলেন- কুতুব আলী স্যার ১৯৮৭ সালের ফেব্রুয়ারী মাসে গণিত শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর একই বিদ্যালয়ে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো জানান- ২০১৮ সালের ১১ নভেম্বর এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।