‘‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’’ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।
এ আজ শনিবার সকালে উপলক্ষে বণার্ঢ্য র্যালী শায়েস্তাগঞ্জ থানা হইতে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তাগঞ্জ নব-নির্মিত থানা ভবন প্রাঙ্গনে শেষ হয়।
এরপর নব-নির্মিত ভবনের কনফারেন্স রুমে শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার প্রমুখ।