হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ ১৪ জুলাই, বুধবার দুপুরে অভিযানের সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ, চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ হবিগঞ্জ ট্রাফিক পুলিশ এবং হবিগঞ্জ সদর মডেল থানার একটি দল।
এসময় হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন , পরবর্তীতে ফুটপাতে এবং রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেলে জেল-জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশ প্রদান করেন এবং কড়া হুঁশিয়ারি দেন।
ওসি মাসুক আলি বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন যানজটমুক্ত রাখতে জনস্বার্থে অভিযান চলমান থাকবে