হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একজন হেলপার মারা গেছে।
নিহত ইমা গাড়ির হেলপারের নাম আলম মিয়া। তার বয়স আনুমানিক ১৮।
আজ বুৃধবার (০৮ই জানুয়ারী) সকাল ৮ ঘটিকায় ঢাকা সিলেট মহাসড়কের শাহজিবাজার ৩শ মেঘওয়াট বিদ্যুৎ প্লান্টের সামনে সড়ক দুর্ঘটনাটি হয়।
নিহত আলম শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকার সুরাবই গ্রামের আতড় আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে মাধবপুর গামী একটি যাত্রীবাহি ইমা ব্রেক ফেল করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছে চাপ দিলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।
সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমা গাড়ির চালক পলিয়ে গেছে, এবং ইমা গাড়ি আটক করা হয়েছে।


