২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:২৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জের যুবক ঢাকা থেকে নিখোঁজ

হবিগঞ্জের বাসিন্দা মাহমুদ জা’ফর ঢাকা যাত্রাবাড়ী মোল্লার বই ডটকমের মালিক নিখোঁজ হয়েছেন।

জানা যায়, গতকাল ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে ঢাকা যাত্রাবাড়ীর তার নিজের লাইব্রেরি (মোল্লার বই.কম) থেকে ৮ ঘটিকার দিকে বই ডেলিভারি দিতে শনিরআখড়া যাওয়ার জন্য বের হয়েছিলেন। রাত ৯.৩০ এর দিকে ফিরবেন এই বলে গেছেন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সাথে থাকা দুইটা ফোনও বন্ধ।

মাহমুদ জা’ফর দীর্ঘদিন ধরে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় মোল্লার বই ডটকম নামে নিজের লাইব্রেরিতে ব্যবসা করে আসছেন।

তার নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে পরিবার ও বন্ধুবান্ধব সবাই বিচলিত।

তার ছোট ভাই আহমাদ জাফর ; হবিগঞ্জ নিউজকে জানান, গত রাত থেকে তার ভাইয়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না, নাম্বারও অফ করা আছে, নিকটস্থ থানায় জিডি করার প্রক্রিয়া চলছে।