হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী এই ব্যক্তি মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল আজ বুধবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বাড়ি চুনারুঘাট উপজেলায়। যিনি গত ১০ জুলাই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে করোনা শনাক্ত হয়েছিলেন।